22 Sep

Tabib Visa Approval in Canada

সব কিছু ফর্মালি বলতে নেই। আমরা সময় নেই , এবং সময় দেই। আমেরিকার ভিসার জোয়ারে কেউ ভাসছে কেউ ভাসছে না। এর মাঝে কানাডার ভিসা নিয়ে একটু ভাবাতে চাই।
কানাডাতে যাওয়ার জন্য যারা আসে তার মধ্যে (তাবিব) অন্যতম। যদিও আর দশটা শিক্ষার্থীদের মতোই আমরা শিক্ষার্থীর ফাইলটি প্রথমে এসেসমেন্ট করি। এর পর এসেসমেন্ট রিপোর্ট অনুযায়ী কাউন্সিলরস ও এডমিশন অফিসার এবং ভিসা অফিসারের সমন্বয়ে কাজের প্ল্যান তৈরি করি। শিক্ষার্থীর ৩/৪ মাসের পুরো জার্নিটা আমাদের সিক্রেট প্ল্যানের মাধ্যমে আমরা সবাই মিলে সম্পন্ন করি। যদিও আমাদের এই প্ল্যানে শিক্ষারর্থীর অভিভাবকের সাথে আমাদের একাধিকবার মিটিং এ বসতে হয়।
একটা ভালো বিশ্ববিদ্যালয়ের অফার লেটার থেকে সব থেকে বড় ব্যাপার হলো ভালো ভিসা প্রসেসিং। তবুও (তাবিব) এর জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় সিলেকশন করতে যেমন আমাদের ভুল ছিলোনা, ঠিক তেমনি ভিসা প্রসেসিংটা ছিলো সুক্ষ ও দুর্দান্ত।
আমরা আগে বোধহয় জানতাম কানাডার ভিসার ফলাফল আসতে "মাস তিনেক" লাগে কিন্তু অগ্রীম কিছু ডকুমেন্টস ভিসার সাথে দিতে পারলে "১ মাস ৫ দিনেও" ভিসা পাওয়া সম্ভব এটা আমরা বার বারই প্রমান পাই।
ধন্যবাদ "শিক্ষার্থী ও অভিভাবকদের" আমাদের কনসাল্টেন্টদের প্রতি আস্থা রাখার জন্য। দিন শেষে টাকাটা বড় নয় যেখানে আত্ম তৃপ্তি সব থেকে বড় আশির্বাদ হয়ে রয়।
See you again in TORONTO 🇨🇦
আবেদন ভর্তি কিংবা PR যেকোনো তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুনঃ
আবেদন করুনঃ https://forms.gle/7QY7omsVcDDv4Rbs8
Call: 01322876988 l 09639176990
Email: leadburgedudoc@gmail.com
Head Office: Momtaz Heights 15/2, Floor: 8C, Shyamoli, Dhaka-1207
#studyabroad #education #ielts #studyincanada #study #canada #studyinuk #university #studentvisa #studyvisa #studyoverseas #studyinaustralia #overseaseducation #visa #student #internationalstudents #travel #studyinusa #highereducation #students #immigration #australia #uk #college #scholarship #studygram #studentlife #studyabroadlife #usa #studyineurope
Share on: