06 Nov

Visa Success Story Israt Jahan

টুক টুক করে হাটছিলাম আর দেখছি চোখের সামনে দিয়েও কতো শিক্ষার্থীর ভিসা রিফিউজ হয়ে গেলো। তবে ভরসা একটা ছিলো সেটা হলো আমার আত্মবিশ্বাস। ভিসা পাবো কি পাবো না, এই ভাবনা থেকে দূরে থেকে মূল ফোকাস ছিলো- ভিসা অফিসার যা জিগ্যেস করবে তা কোনো রকম মুখ জড়তা ছাড়াই উত্তর দেয়া।
ভাই তাই বলে ১০ মিনিট !! ভিসা অফিসার আমাকে দশ মিনিট প্রশ্ন করে জর্জরিত করে ফেলেছিলো। তবে আগেই বলেছিলাম, লক্ষ শুধু প্রশ্নগুলো ভালোভাবে উত্তর দেয়া। তারপর যা হলো বিশ্বাস করতে পারছিলাম না। এতো ভিসা রিফিউজালের মধ্যে শুধু আমাকে ভিসাটা দিয়েই দিবে এটা ভাবতে কস্ট হচ্ছিলো কিন্তু মেনে নিয়েছি যে আমি আমার যোগ্যতাতেই ভিসাতা অর্জন করেছি।
বলছিলাম ইসরাত জাহান এর কথা, Leadburg Education শিক্ষার্থীর ফাইল এসেসমেন্ট থেকে শুরু করে ভিসা পাওয়ার আগের রাত অব্দি যেভাবে সাপোর্ট দিয়েছে তার জন্য হলেও এই ইসরাতে ভিসাটা আমাদের প্রাপ্য ছিলো। ১০ মিনিটের প্রশ্নে আমাদের ভিসা গ্রুমিংটা শতভাগ কমন পড়েছিলো, তারপরেও শিক্ষার্থীর আত্মবিশ্বাস তাকে অনেকটাই সাপোর্ট দিয়েছে। এম্বাসি থেকে পাসপোর্টে ৫ বছরের ভিসা সিল হয়ে এসেছ।
এক একটা ভিসা হয়ে যাওয়া মানে আমাদের বিশ্রাম নেয়া নয় বরং শিক্ষার্থীদের রেফারেন্স বেড়ে যাওয়া এবং ননস্টপ কাজ করা। আমাদের বড় একটা টিম রয়েছে যারা প্রতিদিন ২৪ ঘন্টা শিক্ষার্থীদের ভর্তি এবং ভিসা সাপোর্ট নিয়ে কাজ করছে।
বিদেশে ভর্তি এবং ভিসা সংকান্ত তথ্য ও পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ
Contact: 01322-876988 // 09639176990
Email: leadburgedudoc@gmail.com
Meet Us: Momtaz Heights 15/2, Floor: 8C, Shyamoli, Dhaka-1207
Share on: